মানবীর প্রথম প্রেম - এম এ ওয়াজেদ
লোভিষ্ঠ প্রচ্ছদে অঙ্কিত মানবীর যৌবনশ্রী
সেই কবে শাহজাদী সেজে বলেছিল "ভালবাসি"
বক্রনাসের কুটিল ফুসমন্তরে বঞ্চিত প্রেম প্রয়াসী
অধিবিদ্যার এই যুগে উপমিত সরলা সর্বনাশী৷
নেপথ্যচারিণীর নেত্রপল্লব ভিজে যায় অনুতাপে
নগরসভ্যতার প্রেমবাগে দোলনশীল ধূর্তদল
ছন্দময় ছদ্মবেশে আশ্রয় খোঁজে নষ্ট গোলাপে
ক্ষয়িষ্ণু ক্ষয়রোগে আচ্ছাদিত কূপমণ্ডূক চণ্ডাল৷
মানবীর প্রথম প্রেম ওয়েবসাইটের কুহেলি ওয়ারিশ
উপসংহারের আচমকা সুন্দরী দারুণ উপলভ্য
অস্তোন্মুখ অয়নবৃত্তে ক্রন্দন করে যায় অহর্নিশ
অব্যাখ্যাত পাণ্ডুলিপির পাঠমন্দির আজো অসভ্য৷
এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি,
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
30-05-2021
-
-