অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আমি হতে চাই মানুষ - অমল রায়

মি সুধাংশু শেখর ঠাকুর, 
আমি সেই হিন্দুদের দলভুক্ত নই–
যে হিন্দু কোন মানুষকে দূরে ঠেলে দেয় "অচ্ছ্যুৎ" বলে!,
আমি সেই হিন্দুদের থেকে আলাদা হয়ে রই– 
যে হিন্দু কোন মানুষকে আক্রমন করে কেবল সে মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বা ইহুদি বলে!
আমি সেই হিন্দুদের থেকে অনেক অনেক দূরে- 
যে হিন্দু কোন মানুষকে হত্যা করে কেবল সে তার বর্ণভুক্ত নয় বলে-
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি শেখ মোহাম্মদ  হুমায়ুন, 
আমি সেই মুসলমানদের দলভুক্ত নই–
যে মুসলমান কোন মানুষকে গালি দেয় " মালাহুন , কাফের, বা  নাছারা বলে!
আমি সেই মুসলমানদের থেকে আলাদা হয়ে রই – 
যে মুসলমান কোন মানুষকে আক্রমন করে কেবল সে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা ইহুদি বলে!
আমি সেই মুসলমানদের থেকে সহস্র যোজন দূরে–
যে মুসলমান কোন মানুষকে খুন করে ধর্ম রক্ষার দোয়াই দিয়ে -
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি অচিন্ত্য কুমার বড়ুয়া, 
আমি সেই বৌদ্ধদের দলভুক্ত নই–
যে বৌদ্ধ কোন মানুষকে ঘৃনা করে কেবল সে বৌদ্ধ নয়  বলে!
আমি সেই বৌদ্ধদের থেকে আলাদা হয়ে রই–
যে বৌদ্ধ  কোন মানুষকে আক্রমন করে  কেবল সে মুসলিম, হিহুদী, খ্রিষ্টান বা হিন্দু বলে  -
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি ক্রিস্টোফার রোদ্রিক্স গোমেজ, 
আমি সেই খ্রিস্টানদের দলভুক্ত নই–
যে খ্রীস্টান কোন মানুষকে ঘৃনা করে কেবল সে যীশুর অনুসারী নয় বলে!
আমি সেই খ্রীস্টানদের থেকে আলাদা হয়ে রই– 
যে খ্রিষ্টান কোন মানুষকে আক্রমন করে কেবল সে  হিন্দু, মুসলমান, হিহুদী, বা বৌদ্ধ বলে-
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি সুধাংশু-হুমায়ুন-অচিন্ত্য-ক্রিস্টোফার, 
আমি সেই বাঙালিদের দলভুক্ত নই–
যে বাঙালি কোন মানুষকে ঘৃনা করে কেবল সে বাঙালি নয় বলে!
আমি সেই বাঙালিদের থেকে অনেক অনেক দূরে  -
যে বাঙালি কোন মানুষকে আক্রমন করে কেবল সে মারমা - গারো বা  চাকমা বলে-
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি আচং প্রু - সুমিত চাকমা - সমীর সাংমা, 
আমি সেই পাহাড়িদের দলভুক্ত নই–
যে পাহাড়ি কোন মানুষকে ঘৃনা করে কেবল সে তাদের দলভুক্ত নয় বলে!
আমার অবস্থান সেই পাহাড়িদের থেকে অনেক অনেক দূরে-
যে পাহাড়ি কোন মানুষকে আক্রমন করে কেবল সে বাঙালি বলে -
কারণ আমি হতে চাই কেবল একজন মানুষ!

আমি সুধাংশু, হুমায়ুন, অচিন্ত্য, ক্রিস্টোফার, আচং, সুমিত ও সমীর!
আমার ধর্মীয় পরিচয়? তা এখন কেবল আমার একটি বাইরের আবরণ,
আমি অপেক্ষায় আছি -
কবে আসবে সেই শুভদিন– 
যেদিন আমার গায়ে থাকবে না কোন ধর্মের বাহ্যিক আবরণ, 
আমার অন্তর হবে মানবতার আলোয় জ্যোতির্ময়-
যেদিন আমার পরিচিতি হবে - আমি  কেবল একজন মানুষ!
যেদিন আমার নামটিও হবে ধর্ম-নিরপেক্ষ - তাতে থাকবেনা কোন ধর্মীয় পরিচয়!
সেটি হবে কেবল একজন মানুষের নাম!
কারণ আমি যে হতে চাই কেবলই একজন মানুষ, শুধুই একজন মানুষ!

অমল রায়। নুনাভুট, ক্যানাডা