অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কাঠগড়ায় ধরা - টিটোন হোসেন

বিশ্ব আজ দাঁড়িয়েছে কাঠগড়ায়, 
এক অদৃশ্য খেলায় মেতেছে মহাজন। 
প্রাণীরা কীটের মতো কিলবিল করছে,
হিসেবের গরমিলে দুলছে ধরা।

অনেক নিয়েছো হিসেবে ধরোনি,
বহুপথ এসে ভেবেছো এ বিশ্ব তোমার,
ঐ দূর নীল আকাশের ওপাশে ঈশ্বর,
বসে আছে শুধু স্বর্গ নরক ধরে। 
মজলুম,অত্যাচারিত সুবিচারে আশাহত, 
কাঠগড়া ঘুরে কেঁদেছে নিষ্পেষিত আত্না।

ঘামের বিন্দু যোগে অট্টালিকা চন্দ্র, 
দু’পয়সার বাইজি নাচে ভেবেছো স্বর্গ। 
মাতাল চোখে হুরের হাতছানি.........
নিজে রাজা তো বেশ্যা হয় রাণী। 
উত্তপ্ত গরমে এসির সুশীতল ছায়ারাগে,
ঝাঁক ঝাঁক ষোড়শী পায়রাগুলো বাহুত্র। 

কথার ভাঁজে ভাঁজে মিথ্যা আশ্বাস,
ভেঙে পড়ে আশা বাহানায় বারোমাস।
পাহাড় ছোঁয়ার মতো দুঃসাধ্য সুখে,
হিসেবের গরমিলে দুলছে ধরা। 

এতো ক্ষুধিতের শাপ ভরা আর্তনাদ 
মজলুমের যাতনার সম্পাত,
রক্ত ভেজা ঘামের বিন্দু বিন্দু চিৎকার,
নিষ্পাপ বন্দীত্বের বহু বছর পারে...
বিচারহীনতার একপেশে হাসির শব্দ,
এতো নয় কোনো ভাইরাস।

ঈশ্বর ঈশ্বর লুকোচুরি খেলায়.....
প্রাণীগুলো ফরিয়াদি বিশ্ব কাঠগড়ায়। 
চেতনার সুগভীর নিঃশ্বাস অচেতনে,
বহুদিনের চেনাজানা সযতন যাতনায়।
তৃপ্তির তপ্ত তালাশে....
সুলক্ষণা শপথ ভেঙেছো বহুবার।
অবাস্তব আজ বাস্তবে মিশেছে ধরায়,
বিশ্ব আজ দাঁড়িয়েছে কাঠগড়ায়। 

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা।