অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আজ যদি হোত সেই দিন - সত্যেন্দ্রনাথ পাইন

জ যদি দেখা হোত দুজনায়
হয়তো
সীমাহীন শূন্যতায় শেষ হয়ে যেত।
একটা ইয়াস ছুটে এলো
বঙ্গোপসাগরের দিক থেকে
১৬০ কিমি ঘন্টার গতিবেগে--

কীভাবে কী দেখছি জানিনা
কী করে বেঁচে গেছি
ঝড়ের তান্ডবের সামনে
তাও

জানিনা।

হয়তো-
এতক্ষণে উড়িষ্যার বালেশ্বরের মানুষগুলো
হয়তো
বেসামাল ঘরবাড়ি তছনছ
বিপর্যয় রক্ষী বাহিনী
বিদ্যূতের মতো বাড়িয়ে দিচ্ছে হাত।

কিন্তু
সব যে তাদের ধুলিসাৎ।
এসময়
তুমি এলে পতন হতো হয়তোবা
স্বপ্নের ঘর বাঁধা

আমি দুহাত বাড়িয়ে ধরতাম তোমাকে
সেটা কি হতো না
মতিভ্রম?

ভরা কোটালের বান
এলো ধেয়ে
আকাশ ছুঁয়ে--
মৃত্যু মিছিলের চিতায়

এসময় তুমি এলে
ছলনা হতে পারতো
আমাদের পছন্দগুলো--

তবু এটা
কালবৈশাখী নয়
এ এক হঠাৎই মৃত্যু দূত।

সামনে দাঁড়িয়ে ব্যথা বেদনা
সাথে করে
উপসী রমনীর মতো
আছড়ে পড়লো

রুদ্র রূপের ভয়ঙ্কর সমুদ্র যেন
আমার
বাড়িতে আশ্রয় পেতে চেয়ে
কষালো সজোরে
এক বিধ্বংসী থাপ্পড়।।

সত্যেন্দ্রনাথ পাইন। ভারত