আজ যদি দেখা হোত দুজনায়হয়তোসীমাহীন শূন্যতায় শেষ হয়ে যেত।একটা ইয়াস ছুটে এলোবঙ্গোপসাগরের দিক থেকে১৬০ কিমি ঘন্টার গতিবেগে--কীভাবে কী দেখছি জানিনাকী করে বেঁচে গেছিঝড়ের তান্ডবের সামনেতাওজানিনা।হয়তো-এতক্ষণে উড়িষ্যার বালেশ্বরের মানুষগুলোহয়তোবেসামাল ঘরবাড়ি তছনছবিপর্যয় রক্ষী বাহিনীবিদ্যূতের মতো বাড়িয়ে দিচ্ছে হাত।কিন্তুসব যে তাদের ধুলিসাৎ।এসময়তুমি এলে পতন হতো হয়তোবাস্বপ্নের ঘর বাঁধাআমি দুহাত বাড়িয়ে ধরতাম তোমাকেসেটা কি হতো নামতিভ্রম?ভরা কোটালের বানএলো ধেয়েআকাশ ছুঁয়ে--মৃত্যু মিছিলের চিতায়এসময় তুমি এলেছলনা হতে পারতোআমাদের পছন্দগুলো--তবু এটাকালবৈশাখী নয়এ এক হঠাৎই মৃত্যু দূত।সামনে দাঁড়িয়ে ব্যথা বেদনাসাথে করেউপসী রমনীর মতোআছড়ে পড়লোরুদ্র রূপের ভয়ঙ্কর সমুদ্র যেনআমারবাড়িতে আশ্রয় পেতে চেয়েকষালো সজোরেএক বিধ্বংসী থাপ্পড়।।সত্যেন্দ্রনাথ পাইন। ভারত
Ashram Bengali Magazine, Ottawa