অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
তোমাকে প্রণাম - দেওয়ান সেলিম চৌধুরী

মুদ্রের চেয়েও গভীর বিশ্বাসে
হৃদয়ে করিলে চাষ।
বিধাতা রহেনা উর্ধ আকাশে
ধরণীর মাঝে বাস।
তোমার ধ্যানে,তোমার প্রানে, ছিল যত প্রেম 
প্রকাশিলে সুরে সুরে
হৃদয় মাঝে আসন পাতিয়া
রাখিলে তাঁকে ধরে।
ভালোবাসা দিয়ে আনিলে টানিয়া
এখানে সঙ্গোপনে,
জোনাকির আলো ঝরা রাত্রির নির্জনে,
কখনোবা পাখির কূজনে।
নিয়ে এলে বিধাতাকে, সুন্দরের আয়োজনে
ভালোবাসা হয়ে কোন কিশোরীর মনে।
এত আপন করে, মন ভরে, 
বিধাতাকে চিনেছে কি কেউ?
যেন ভয়ে ভীত অশান্ত মনের মাঝে,
প্রশান্তির ঢেউ।
বিধাতাকে ভালোবেসে, তোমাকে প্রনাম,
হে রবি,হে কবি!
এত সুন্দর করে আঁকিলে হৃদয়ে 
বিধাতার সেই ছবি।

দেওয়ান সেলিম চৌধুরী। ক্যানাডা