গৌরব হারা - অনিন্দ্য সৌরভ
এক পরাজিত সেনা,
অনেক যুদ্ধের শেষে পরাজিত, বেশ ক্লান্ত!
তার অবসন্ন দেহে কত জীর্ণতার আনাগোনা
কত সংগ্রামের শেষে, এই গতি ক্ষান্ত।
এবার লয়েছে সে অবসর
তার অবসর মঞ্জুরের চিঠি পরে আছে পাশে,
যেন এক অনন্য কর্মের উপহার
কেহ দিয়েছে তাকে এই চিঠির বেশে।
হঠাৎ যেন ক্লান্তি হরা গলায় সে জিজ্ঞাসিলো
চলো দেখা যাক কি পেলাম এত সংঘর্ষের পরে,
যে মৃত্যুকে হাসিমুখে নিলাম, সে আমায় কি দিলো?
এ বলিদান কি লেখা আছে সে চিঠির অমর অক্ষরে?"
ঝাপসা চোখে, ক্ষুদ্র অক্ষরের মাঝে আমি দেখিনি কোনো গৌরব,
তাই নীরব ছিলাম! নীরব ছিলো আমার অব্যক্ত কলরব।।
অনিন্দ্য সৌরভ
জলপাইগুড়ি, ভারত
-
ছড়া ও কবিতা
-
04-06-2021
-
-