অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সোনার কাঠি - মোহাম্মদ ইলইয়াছ

প্রাণের প্রদীপ জ্বেলেছি তোমার সন্দেশে
পদ্ম ফুটেছে  বিলের অগভীর জলে
পুকুরে কই-শিং-মাগুরের উৎসব -
তরু-পল্লবে রঙিন পাতার সজীবতা।

হৃদয়ের বাসরে এঁকেছি তোমার ছবি
হরিয়াল ডেকে চলছে সকাল অব্দি
ঘর-গেরস্থি ঘিরে দখিনা হাওয়া
আকাশে উড়িয়েছি প্রীতি-ঘুড়ি।

পুলক কন্ঠে ধরেছি রাধের গীতি
রূপালী রাতের জোছনা ডেকেছি গৃহে
পালঙ্কে এঁকেছি ফুলশয্যার রূপ
দুয়ারে পেতেছি সবুজ দূর্বাদল।

অথচ তোমার প্রতীক্ষায় এ আয়োজন
যখন আনন্দঘন খুশিতে টকবগ টগবগ
এখন পায়রার কন্ঠে শুনি বিষাদের সুর
ভেঙে পড়ে, নিভে যায় সকল দ্যুতি-।

তবুও প্রতীক্ষার-জালবুনি অহর্নিশি
জেগে ওঠো যদি-সোনার কাঠির ছোঁয়ায়।

মোহাম্মদ ইলইয়াছ। বাংলাদেশ