অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কত সময় চলে গেছে - নির্মল ভৌমিক

তুমি আসবে বলে জানালায় চোখ মেলে
কত সময় চলে গেছে, 
ঘনকালো চুলের বেণী খুলে গিয়ে 
ধবধবে সাদা রঙ ধরেছে চুলে!

আইবুড়ি কথাটি শুনতে শুনতে 
কত পথ,কত স্বপ্ন গেছে অজানা বাঁকে 
তার হিসেব নেই,কোনোদিন হিসেব রাখেনি কষে,
শুধু তুমি আসবে বলে 
জানালায় চোখ মেলে রেখেছি অনাদিকাল ধরে!

আমার শ্রবণ শক্তি লুপ হতে চলেছে 
অথচ আজো তোমার পায়ের আওয়াজ,তোমার কণ্ঠস্বর 
আমার হৃদয় মঞ্জিলে কত সুনিপুণ বাজে,
আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি তা প্রতিরাতে নীরবে নিভৃতে! 

তুমি আসবে বলে অপেক্ষায় থেকে থেকে
প্রতিনিয়ত শুনি পাড়াপড়শি 
কুলটা,অসতী আরো কত কি বলে যে 
এখন আমাকে অ্যাখা দেয়
তুমি যদি তা শুনতে
তবে তুমি বুঝতে সেসব আমার কেমন লাগে!

এইসব নিন্দার ধ্বনি,প্রতিধ্বনি শুনে 
আমি কখনো ভেঙে কিম্বা মুচড়ে যাইনি ক্ষণিকের তরে,
শুধু অপেক্ষায় থাকি
তুমি আসবে আমার সমস্ত কলঙ্কের কালিমা মুছে দিতে!

অথচ কত সময় চলে গেছে 
সেই যে তুমি পড়ন্ত বিকেলে শিমুলের তলে
আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরবে
তোমার সাথে আমার ঘর সংসার হবে! 

আজো কি তোমার সেই সময় হয়নি,
আজো কি তুমি ফিরবে না!
আজো কি তোমার আমার ঘর সংসার হবে না!
আমি কি একা চিরকালই রয়ে যাব বড্ড একা!

চোখের জ্যোতি কমে গেছে 
দুচোখে এখন ঝাপসা ঝাপসা কুয়াশা, 
তবুও নিশিদিন তোমাকে দেখি
তোমাকে দেখার অদম্য আগ্রহে
মনের চোখ খুলে রাখি জানালার পাশে! 

কত সময় চলে গেছে কত সময় চলে যায়
আমি শুধু আজো তোমার প্রতীক্ষায়
অপেক্ষায় থাকি তুমি ফিরবে কোনো এক
ঝিরিঝিরি বৃষ্টির কদম ফোঁটা বরষায়!!

নির্মল ভৌমিক 
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া