অকৃত্রিম - তন্ময় পালধী
আমাকে জাপটে ধরো,
দৃপ্ত প্রত্যয়ে ভালোবাসার ডানা মেলেছি -
শুধুই নিঃস্বার্থ ভালোবাসা।
তোমার ন্যায় অন্যায়ের সমস্ত আবদার,
নীরবে নিয়েছি মেনে।
মুক্তির রঙ বিলিয়ে বিলিয়ে -
তোমার হাসিমুখের সুর ছন্দে,
কলতানে মুখরিত আমি বারংবার।
সৃষ্টির আদিলগ্ন থেকে,
ভরসার আলিঙ্গনে বেঁধেছি জীবন।
প্রাণরসে ভরপুর জাগতিক জীবকুল,
সোহাগে বেঁধেছে আমায়।
তুমিও তো কতবার ভালবেসে, মিষ্টভাষে
কত কথা বলেছ আমায়।
তারপর
আমাকে সোপান করে
গতিতে সওয়ারি হয়ে
ক্রম বিস্মৃতির অতলে তলিয়ে গেলে।
রাস্তা হলো
গাড়ি হলো
বাড়ি হলো
নগর হলো
সরতে সরতে নিজেতেই লীন হলাম।
এখনো আমার কাছে ভালবেসে
পাখি আসে, প্রজাপতি আসে।
তোমাকেও ফিরাইনি তো !
এখন বুঝেছ তুমি! চারিদিকে একী হাহাকার!
অথচ
একটু ভালোবাসা পেলে
পৃথিবী অন্যরকম হতো।
তন্ময় পালধী
শংকরপুর, ঠাকুরানীচক,হুগলী
-
ছড়া ও কবিতা
-
24-06-2021
-
-