অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পাভেল আমান এর দু'টি কবিতা

হতাশা
নিরবচ্ছিন্ন হতাশায় 
আকীর্ণ দেহ-মন-প্রাণ 
লক্ষ্যহীন পথিকের মতো 
খুঁজতে ব্যস্ত-
জীবনের সুখানুভূতি 
সযত্নে গড়া স্বপ্নের ফানুস 
নাগালের বৃত্ত থেকে 
ক্রমশ ধরাছোঁয়ার বাইরে,
সবকিছু জেনে বুঝে 
হারাতে বসেছি অস্তিত্বের শেকড়।
দৃষ্টির অগোচরে 
নৈরাজ্যের অসীম অনুরণন, 
একরাশ ব্যথা নিয়ে 
শুরু অন্য ইতিহাস।
অস্বচ্ছ ভাবনার দর্পণে 
ভাসমান অসহায় মনুষ্যত্ব 
দংশিত বিবেক প্রশ্ন রাখে
আগামীর শুভ ক্ষণে;
হতাশার মৌষল ছাড়িয়ে 
অচিরেই দেখা যাবে নতুন সকাল!

ছন্দপতন
লার পথে ছন্দ পতন 
জীবন জুড়ে নিত্য যাতন। 
ভয় জমেছে ভুবন গড়ে 
ভাবনা গুলো নিয়ত নড়ে। 

দৃষ্টি যুগল প্রসার করে 
আটকে তবু চেতন ঘরে।
শূন্যতা আজ জাঁকিয়ে বসে 
বাঁচার রসদ যাচ্ছে ধ্বসে। 

নিভতে আছে আশার আলো 
আসছে নেমে আঁধার কালো। 
ভালো থাকার বিধান যত 
থই হারিয়ে নিমেষে গত। 

আগাছা ডালা গজতে থাকে 
জীবন পদের প্রতি বাঁকে।
মনের গহীন স্বপ্ন গুলো 
থমকে গিয়ে বেজায় ভুলো। 

ছন্দ পতন পথের মাঝে 
বিপদ আঁচেই শঙ্খ বাজে। 
মানব কুলে ধরেছে জট 
জীবন দিশা হারায়  তট। 

পাভেল  আমান
হরিহর পাড়া, মুর্শিদাবাদ