এ কেমন প্রেম আমার - গোলাম কবির
এক একদিন সারাটি দিন কেটে যায়
তুমিময় একটা ঘোরের মধ্যে, তখন
সবকিছুতেই খুঁজে পাই তোমার অস্তিত্ব,
তখন ভালো লাগে সবকিছুই,
একটা বৃষ্টি বিন্দু পতনের মূহুর্তও তখন
অনেক দামি মনেহয় আমার কাছে,
কিছুতেই যেনো হারাতে না হয় মূহুর্ত গুলো,
তখন সারাটি দিন রাত্রির ধ্যানের মধ্যেও
থাকো তুমি। আবার কখনো কখনো
এমনও তো কেটে যায় দিন গুলো,
যখন তুমি থাকো ঠিকই আড়ালে অথচ
আমার অনুভবে তোমার অস্তিত্ব অনুভব
করিনা আমারই দৈন্যতায়।
দিন গুলো তখন কেটে যায় একঘেয়ে
ভীষণ, কোনো কিছুই তখন আর লাগে না
ভালো, কেমন জানি পালাই পালাই ভাব
চলে আসে জীবন থেকে, এ কেমন জীবন!
এ কেমন প্রেম আমার?
কেনো এমন হয়, বলতে পারো?
গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
25-06-2021
-
-