অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয়নি - গোবিন্দ মোদক
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয়নি,
দেখা হয়নি আম, জাম, বটের কালচে সবুজ পাতা,
কান পেতে শোনা হয়নি নিস্তব্ধ দুপুরের আওয়াজ
কিংবা দলছাড়া কোনও ঘুঘুর একটানা ডাক,
অনুভব করা হয়নি মায়ের শরীর গন্ধ
আর রাধু-বোষ্টমির খঞ্জনীর আওয়াজ ....
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয়নি !!
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয়নি,
দেখা হয়নি ছোটবেলাকার নদীটার রূপ,
দেখা হয়নি নদীর শরীরের বিপজ্জনক বাঁকগুলি,
কান পেতে শোনা হয়নি মধ্যরাত্রির গান,
স্পর্শ করা হয়নি মৃগনাভি কস্তুরী,
আর সমৃদ্ধতর উপত্যকার ওঠানামা ....
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয়নি !!
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয় না,
কারণ ভুলে গেছি কবিতা সহবাস
আর তোমার চুমুর বিধ্বংসী গন্ধটা ....
তাই অনেকদিন কোনো স্বপ্ন দেখা হয়ে ওঠেনা,
শোনা হয়ে ওঠেনা বাতাসের দীর্ঘশ্বাস ....
অনেকদিন ....
অনেকদিন কোনও স্বপ্ন দেখা হয় না .....।
গোবিন্দ মোদক
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত - 741103
-
ছড়া ও কবিতা
-
25-06-2021
-
-