মাছ রাঙা নলকোকা - মুহাঃ হাবিবুর রহমান
মাছ রাঙা একটু বড় সাইজের গুলি নলকোকা
পুকুর ধারে মাটির কুটরে সেই কবে থেকে বসবাস
পুকুরের দক্ষিন পাড়ে তাল গাছটার ঠিক গোড়ায় বেঁধেছে বাসা,
দিন নেই রাত নেই ফুড়ুৎ ফাড়াৎ উড়ে চলা
রোদ বৃষ্টির মাঝেও শান্তির নিবাস
এসি ননএসি? কিছুই না-হা হা ভাবতেও মজা লাগে
কোন হানাহানি নেই, অন্যকে কুপকাৎ করার নেই র্নিলজ্জ প্রতিযোগিতা,
মানুষ এবং পশুর আচারনে নেই একাকার, তবুও মানুষের বিবেক জাগেনা-
ছোট্ট বাসায় রাজ্যের গাদাগাদা চালডাল সঞ্চিত ভাবাও যায়না,
গরীবের সম্পদ মেরে গড়েনি আকাশ ছোঁয়া দালান
আমাদের আশে পাশে অহরহ যা দেখি আর লজ্জায় মরে যেতে থাকি।
নলকোকা ভাগ্যবান এক পক্ষীপ্রজাতি স্যালুট তোমাকে...
মুহাঃ হাবিবুর রহমান। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
25-06-2021
-
-