নির্মল চেতনার বীজ - কার্ত্তিক মণ্ডল
আকাশটা প্রচন্ড গুমোট দেখছি ক'দিন
তীব্র রক্ত চক্ষু সূর্যের
মাটির বুকে মানুষের আর্তনাদ শুনছি
বিজয়োল্লাসের দমকা বাতাসে
কত ঘর সংসার চুরমার ,
কত বাড়ির উঠোনে রক্তের দাগ
শব্দ মিছিল ;তাল পুকুর পেরিয়ে
পাকা রাস্তা ধরে মিলিয়ে গেল অন্য কোথায়,
ভয়ে ঘুম আসে না,থরথর কাঁপছে শিশুরা।
সত্যি কি এবার হাসবে ?
গ্রামের অলি গলি কৃষক মজুর
উন্নয়নের স্রোতে ভাসবে বাংলা মা
গণতান্ত্রিক অধিকার কেউ কাড়বে না বুঝি
ছড়িয়ে পড়বে না হেথা হোথা মুন্ডহীন লাশ
ধর্ষিতা হতে হবে না কোনো নারীকে,
মানুষে,মানুষে,ধর্মে,ধর্মে ভেদ ভুলে যাবে সব্বাই
মানবতাই হবে বাঁচার মূলমন্ত্র
মাথার উপরে রাষ্ট্র,আমরা তার তলে
পতপত করে উড়বে তেরঙা পতাকা
যেন; ক্যানভাসে ফোটা ছবি ।
আর নিশ্চিন্তে------
আগামীর জননী রুয়ে যাবে ,
ভয়হীন,বিরোধহীন নির্মল চেতনার বীজ ।
কার্ত্তিক মণ্ডল
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
29-06-2021
-
-