অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তোমায় নিয়ে লেখা - বিভীষণ মিত্র

রতের শেষ রাতে ঘুমের ঘোরে
হঠাৎ জেগে দেখি বাতায়নের পাশে,
কে যেন হাতছানি দিয়ে ডাকে।
হালকা শীতল বাতাসে দেখি বাহিরের প্রাতে,
মলিন,সবি নীরব আলো আঁধারের আঘাতে।
বাতায়নের কপাট হয়ে যায় বন্ধ,
তবু জোর করে খোলে খুঁজি প্রেয়সীকে।
অভিমানে তুমি যাবে দূরে
তবু্ও নেই কিছু চাওয়া,
নেব না কিছু ফিরিয়ে রাত্রি শেষে চন্দ্রের বিদায়ে।
শুকনো পাতার উপর হেঁটে আসা পায়ের ধ্বনি,
আমি কান পেতে শুনি।
মোর চোখে জমা জল
তারি উপর খেলেছে আলোর প্রভা চন্দ্রমণি,
আজি শরতের শেষ রজনী।
বন্ধু হয়ে যা বলেছিলে,
তা নিমিষেই গেলে ভুলে।
ক্ষণিকের পক্ষী হয়ে বসেছিলাম তোমার শাঁখায়,
ভুলে যাও,তুমি ভুলে যাও ক্ষণিকের অতিথিকে।
কোন দুঃখ ব্যথার কথা বলবো না তোমাকে,
যা আমার মাঝে লুকিয়ে।
ভুলেও কখনো মনে রাখবো না তা,
বাস্তবের কাছে হেরে যায় মোর প্রত্যাশা।
ভেসে যায় বুকের শতো আশা,
তুমি চলে গেলে
ডাকবো না তোমায় পিছু,
স্বপ্ন কল্পনায় ছলে।

গাছের পাতা ভয়ে কাঁপে
চন্দ্রের শেষ স্নিগ্ধ আলো,
বিদায়ী সম্ভাষণ জানায় বাতায়নের ফাঁকে।
কালো মেঘের আড়ালে চন্দ্র দাঁড়িয়ে
কবিতার ছন্দ হারিয়ে,
বিদায় বিদায় শেষ বিদায় জানিয়ে
চলেছি আমি অচেনা পথে।
হয়তো হবে না কোন দিবসে
আর কোন শুভক্ষণে দেখা,
আঁকবে না কোন জলছবি শিল্পী বসে নির্জনে একা।
কবিতার উপমা হয়ে হবে না তোমায় নিয়ে লেখা।
হারিয়ে যায় স্বপ্ন দু'চোখ থেকে
কিছু সময় ব্যবধানে,
আলোর প্রভা আসবে দিনে।
উড়ে গেলাম তোমার কষ্ট ভেবে
গহীন আঁধারের বিজন বনে।
দু'চোখে ক্লান্তির ঘুম নামে,
চাই না এ আলো,চাই না শরৎ রজনী,
শুধু শুনি শোকের কিছু ধ্বনি।

চক্ষু জুড়ে আজ বিষাদময়,
স্মৃতি যাবে ভেসে।
আমার যাবার শেষে,এক নিমিষে।
তবু আমি যাবো,চলে যাবো
প্রভাতের আগে রাতের আঁধারে,
দু'চোখের আড়াল থেকে।
কেউ জানবে না,
কেউ বুঝবেও না
এ ক্ষণিকের ঘটনা।
তুমি আবার হাসতে পারো,
গাইতে পারো
তুমি আবার আবৃত্তি করো,
তবে আমার লেখা কোন গান নয়,কবিতাও নয়
যা তোমার সবচেয়ে প্রিয় নিজের গান।

সেদিনও উঠেছিল আকাশে চাঁদ,
তবে দেখা অদেখার মলিন।
সেই দোলনাটাও খালি পড়ে রয়,
যেখানে তুমি দোল নিতে।
চন্দ্র মেঘের প্রেম দেখে তোমার চোখ খুঁজে কিছু মহামূল্য,
তোমার সখ্যের সম সবি মোর ক্ষীণমূল্য।
নিমিত্ত নিথর দৃষ্টি তব মোর গভীর চিন্তার সৃষ্টি,
যার শেষ পরিণতি অজানা অচেনা।
তাই তুমি আসোনি,ডাকোনি আমায়
যাক্ তবে,ভালোই হলো
না হওয়াই দেখা,
আমি একা,শুধুই একা।
আর হবে না লেখা,
কোন কবিতা বা উপন্যাস।
বইবে না প্রাণে কোন প্রেমের উচ্ছ্বাস। 
শুধু আজ লেখলাম,শেষ লেখা
তোমায় নিয়ে লেখা।

বিভীষণ মিত্র
চকরিয়া, কক্সবাজার