অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মানুষের ঠিকানা - এম এ ওয়াজেদ

সেই কবে হারিয়ে গেছে আমার পাসপোর্ট 
অনেক খুঁজেছি পাড়ি দিয়েছি মরুঝড় 
প্রচার করেছি হারানো বিজ্ঞপ্তি 
পাসপোর্ট হারানোর মর্মব্যথা হৃদয় কুরে খায় 
হে মর্ত্যলোকের মরীচিকা! 
জবর দখলীয় পাসপোর্টটি ফিরিয়ে দাও৷

বিভাবরীর ঘন অন্ধকারে পথ চলতে গিয়ে 
আমার নাম দেখেছি পরাধীন ফাইলে 
অস্তিত্বের প্রপিতামহ অঘোরে ঘুমায় কবরে 
দানবের প্রবালপ্রাচীরে বন্দী হয়ে আছে 
মানুষের ঠিকানা 
প্রতারিত প্রত্যুষে বৃদ্ধের দল ঘুমিয়ে আছে৷ 

হে সভ্যতার মান্যবরেষু!
মানুষকে ফিরিয়ে দাও অধিকারে থাকা শত্রুসম্পত্তি
বন্ধ করো সাক্ষাৎ শোষণের দ্বারগুলো 
সত্যপ্রেমের সত্যাগ্রহ তোমার প্রতীজ্ঞা হোক 
মুছে ফেল মানবতার কিনারের কলঙ্ককালিমা 
বৃক্ষের নবচারা রোপন করো পৃথিবীর উদরে৷

এম এ ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি, নওগাঁ সদর, নওগাঁ