অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কষ্টের বুনো ফুল - মোহাম্মদ ইলইয়াছ

বং শেষে মনভূমে
দোলা দেয় অস্পর্শ ভূ-কম্পন
ভীষণ রেক্টার স্কেলের ওঠানামায়
হৃদ-স্তর খান খান
স্বপ্নগুলো তুলোবীজ হাওয়ায় এলোকেশ দৃশ্য যেন।

উড়ন্ত হাহাকার জাগে
মেঘকান্না দু’ফোটা জল চোখের ভাঁজে।

আমার সমুখে অন্তহীন বিরহ নদী,
বাঁধ ভাঙা চিৎকার
ভূমিষ্ট শিশুর মতো
গভীর কলতান,প্রবল স্রোত,
কষ্টের বুনো ফুল তোলে।

ভেসেছে জীবন- স্মৃতি
রক্ত ঝরে,ঝরে রক্ত
হৃৎজমিনে
ফালিকাটা তরমুজের মতো।

তবুও স্বপ্ন, ভোরের লালিমায়
সূর্যাভা দেয় কপালে
চেতনার টিপ,
মনোহাসির অফুরান বন্যায় প্লাবিত হয়
কোমল কঠিন হৃদ-জমিন।

মোহাম্মদ ইলইয়াছ। বাংলাদেশ