অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দুষ্টু ওরা - সবিতা বিশ্বাস

দুষ্টু ওরা লাগামছাড়া মোষ তাড়ানো দস্যি
তেষ্টা পেলে ভাগ করে খায় এক গেলাসে লস্যি
খেলার মাঠে হল্লা করে পাড়ার মোড়ে আড্ডা
নির্দ্বিধায় হাতটা ধ’রে পড়লে কেউ গাড্ডায়

ভাবেনা ওরা নিজের কথা দিনে কিংবা রাত্রে
মাঘের শীতে গরম শাল নাইবা থাকুক গাত্রে
মুখ ফেরালে আত্মজন ওরাই ধরে হাতটা
তবুও দেখো সুশীল সমাজ ওদের মারে ঝাপটা
গায়ে না মেখে ওসব কথা ওদের কাজ করছে
 তাকিয়ে দেখো বিপদকালে বাঘের মত লড়ছে
হয়তো তুমি নীলের দল হয়তো তুমি অন্য
পণ করেছে তোমার মুখে দেবেই তুলে অন্ন

ভাইরাসকে ভয় না পেয়ে ছুটছে ওরা ছুটছে
বইছে কাঁধে সিলিন্ডার টগবগিয়ে ফুটছে
মুমূর্ষুকে বাঁচাতে ওরা দিচ্ছে কেউ রক্ত
এগিয়ে এসে হাতটা ধরো বাঁধন করো শক্ত

ওদের সেবা দেখছে লোকে দেখছে তামাম বিশ্ব
ফটো শপের ফুটেজ নয় জীবন বাজি দৃশ্য
সন্দ ফেলে দ্বন্দ্ব ভুলে একটু করো পুণ্য
ভালোলাগায় ভরবে মন থাকবে নাতো শূন্য। 

সবিতা বিশ্বাস। কলকাতা