দুষ্টু ওরা লাগামছাড়া মোষ তাড়ানো দস্যিতেষ্টা পেলে ভাগ করে খায় এক গেলাসে লস্যিখেলার মাঠে হল্লা করে পাড়ার মোড়ে আড্ডানির্দ্বিধায় হাতটা ধ’রে পড়লে কেউ গাড্ডায়ভাবেনা ওরা নিজের কথা দিনে কিংবা রাত্রেমাঘের শীতে গরম শাল নাইবা থাকুক গাত্রেমুখ ফেরালে আত্মজন ওরাই ধরে হাতটাতবুও দেখো সুশীল সমাজ ওদের মারে ঝাপটাগায়ে না মেখে ওসব কথা ওদের কাজ করছে তাকিয়ে দেখো বিপদকালে বাঘের মত লড়ছেহয়তো তুমি নীলের দল হয়তো তুমি অন্যপণ করেছে তোমার মুখে দেবেই তুলে অন্নভাইরাসকে ভয় না পেয়ে ছুটছে ওরা ছুটছেবইছে কাঁধে সিলিন্ডার টগবগিয়ে ফুটছেমুমূর্ষুকে বাঁচাতে ওরা দিচ্ছে কেউ রক্তএগিয়ে এসে হাতটা ধরো বাঁধন করো শক্তওদের সেবা দেখছে লোকে দেখছে তামাম বিশ্বফটো শপের ফুটেজ নয় জীবন বাজি দৃশ্যসন্দ ফেলে দ্বন্দ্ব ভুলে একটু করো পুণ্যভালোলাগায় ভরবে মন থাকবে নাতো শূন্য। সবিতা বিশ্বাস। কলকাতা
Ashram Bengali Magazine, Ottawa