মাধ্যমিকের প্রেম - মোঃ আইনাল হক
কাঠের বেঞ্চর উপর আজো
অবহেলায় ধূলো জমে পড়ে আছে
কালো কালিতে লেখা আমি যোগ তুমি।
এই তো, বছর বিশেক হলো!
প্রথম ভালো লাগায় মুগ্ধ হয়ে
মন দেয়া নেয়ার রোমাঞ্চকর পটভূমিতেৃ
কত্ত রঙিন স্বপ্ন এঁকেছিলাম দু'জন।
একদিন; কয়েক জোড়া নরম আঙুল চেপে ধরে
শপথের ভঙ্গিমায় বলেছিলে,
জীবনের শেষ সূর্যাস্তটা একসঙ্গে দেখবো।
তখন তোমার কোলে আবদ্ধ আমার মাথা।
মধ্যমায় কনিষ্ঠ আগুল পেঁচিয়ে বলেছিলে;
একটা নিজস্ব আকাশ চাই আমার,
সূর্যোদয় এবং গোধূলি বেলার লাল সূর্যটা
আঁচলে ভরে রোজ পুজো দেবো তোমায়।
আমি কিছুটা প্রতিশ্রুতির ভঙ্গিমায় বলেছিলাম;
একটি একটি করে তারা পেড়ে আলোকিত করবো গৃহ সজ্জা,
একাদশীর পূর্ণিমা না হয় জেগেই কাটাবো একসাথে।
গভীর অমাবস্যায় মুখোমুখি বসে
জমিয়ে আড্ডার প্লানটা কিন্তু মাধ্যমিকেরই ছিল।
এরূপ হাজারো স্বপ্নে বিমোহিত ছিল
আমাদের পাঠশালার যাপিত জীবন।
অথচ, সময়ের কি নির্মম পরিহাস!
স্বার্থের পৃথিবীতে মিথ্যা সকল আলাপ;
হঠাৎ দমকা বাতাসে হাওয়ায় হারিয়ে গেল
হৃদয় ভরা রাশি রাশি লম্বা স্বপ্নরথ,
এলোমেলো হয়ে গেল জীবনের চেনা গতিপথ।
এখন; নিজস্ব আকাশের দখল হারিয়ে
রোজ একবার বিধাতার আকাশে
তারাদের ভীড়ে হারিয়ে খুঁজি তোমায়,
দিগন্তবিস্তৃত প্রান্তরে মুছে যাওয়া পদচিহ্ন
স্মৃতি হয়ে অবিরত তাড়িয়ে বেড়ায়।
এক চিলতে সিঁদুরের উপর আটকে পড়া মন
আগাতেও পারে না, পিছাতেও পারে না
ভীষণ অন্তঃদ্বন্দে বারবার ফিরে আসে মাধ্যমিকের অবিচ্ছিন্ন আবেগি প্রেম।
মোঃ আইনাল হক
নওগাঁ - বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
10-07-2021
-
-