উদাস দুপুর সীদতি কালে মার্জিত সুন্দর বিনম্র রোমান্টিক সন্ধ্যাকে বলে পাগলের মতো ভালোবেসে লাভ কী বলো তোমাকে?কালো চুলে কৃষ্ণকলি নিশি তার ঘর গোছায় সিতারার বিন্দু বিন্দু আলোয় চোখ ছলছল জলে আড়ালে আড়ালে বুকের ভেতর সফেদ মুক্তোর মতো ভোরের বাদ্য ধুকপুক করে অন্তরে অন্তরেআড়সি তিমির গহনে-নগরের পাঁজর পোড়ানো দুখিনী ইটের ভাঁজেবক তার শুভ্র ডানায় ভালোবাসায় মোড়ে রুপোলি দিবস নিয়ে আসে কোমল মৃত্তিকায় মোড়া সমুদভ্রান্ত পৃথিবীর সংশিত আদুরি চোখেসবুজ সেঁওতির কিশোরী ডগায় মাদুলি খচিত জমানো শিশির খুঁজে পৃথিবীর মায়াবী উপবনপ্রাহ্ণ পসরা লুটে নেয় তার 'আঁধুরি' ভালোবাসার সিম্ফনিবিপন্ন সভ্যতায় ভালোবাসা আজ বিপন্ন উদ্ভিদের মতো লাল তালিকায় !মুতাকাব্বির মাসুদ। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa