বর্ষার আগমনে - নবীন সাউ
গ্রীষ্মের প্রবল দাবদাহ কাটিয়ে যখন ক্লান্ত জনজীবন,
তখন স্বস্তির ছোঁয়া নিয়ে আগমন ঘটে বর্ষার ।
শুকিয়ে মৃতপ্রায় গাছগুলো বৃষ্টির পরশে ফিরে পেল নব জীবন...
হাওয়ার তালে তালে গাছগুলো ডালপালা দুলিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়।
জলশূন্য নদীনালা গুলো বর্ষার আগমনে ফিরে পায় তাদের নব যৌবন ।
যৌবন ফিরে পাওয়ার আনন্দে ছুটে চলে সাগরের খোঁজে.....
ফসল নষ্ট হওয়ার চিন্তায় মনমরা চাষীদের মুখে ফুটে ওঠে হাসি।
তারা বর্ষার গান ধরে বর্ষাকে স্বাগত জানায়.....
তাদের ফসল শূন্য জমি শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে।
বর্ষার আনন্দ উপভোগের অপেক্ষায় থাকা ব্যাঙেরা আনন্দে করে লাফালাফি ও সুরে সুর মিলিয়ে করে ডাকাডাকি ।
সুমধুর ডাকেই বুঝিয়ে দিতে চায় তারা কতই না খুশি।
কদম, বেল, দোলনচাঁপা ,জুঁই ফুল বর্ষার আনন্দে নিজেদের পাপড়ি মেলে ধরে,
আকাশে বাতাসে বিলিয়ে দেয় মিষ্টি মধুর সুবাস।
দলে দলে রাজহাঁস গুলো মনের আনন্দে বর্ষার জলে খেলা করে।
গ্রামের ছেলেরা বৃষ্টিতে ভিজে ভিজে কাদা মেখে ফুটবল খেলাতে মেতে ওঠে ।
জলে থাকা মাছগুলো আনন্দে জলের স্রোতে ছুটে বেড়ায়....
এ যেন তাদের কাছে শত বছর বন্দির পরে মুক্ত হওয়ার আনন্দ ।
চিন্তিত জেলে ভাইদের মুখে হাসি ফোটে মাছ ধরার আনন্দে.....
প্রেমিক প্রেমিকারা বৃষ্টির দিনে মেতে ওঠে ফোনে মিষ্টি প্রেমের আলাপনে...।।
নবীন সাউ
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-07-2021
-
-