অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ডেবিট ক্রেডিট - সুনির্মল বসু

জীবনের আগেও মহাশূন্যতার অন্ধকার ছিল, জীবনের পরেও অন্ধকারের মহাশূণ্যতা,
দুর্লভ জীবন তো একটাই,
ঈশ্বরের পৃথিবী বড় মায়াময়,
সাগরের লীলাময় ঢেউ, অরণ্য পাখির গান,
পর্বতের শান্ত সানুদেশ, বনবীথির নির্জনতা,
আকাশের রং বদল বরাবর
ভালোবাসার কথা বলে, মানুষের অজস্র কথা ভেসে যায় স্মৃতির বহতা জলে, গাছপালা রোদ্দুর,
দীঘির লীলায়িত তরঙ্গ প্রেমের কথা বলে,
কিছু স্বার্থপর মানুষ সুন্দর ছবিতে কালি ছিটোয়,
যে ছেলে মাকে খেতে দেয় নি, সে ছবিতে নারী দিবস পালন করে,
স্বার্থপর পৃথিবী জুড়ে বেড়ে চালাক মানুষদের কেরামতি, কথার রংবাহার,
ওৎ পেতে বসে থাকে সুযোগ সন্ধানী মানুষ,
সংগ্রহের কামাই সঙ্গে যাবে, ভাবটা এমন,
জীবনের আগেও মহাশূন্যতার অন্ধকার ছিল,
জীবনের পরেও অন্ধকারের মহা শূন্যতা,
জীবনের ডেবিট-ক্রেডিট এর খাতায়
কী থাকে তখন।

সুনির্মল বসু। পশ্চিমবঙ্গ