অটোয়া, রবিবার ১২ জানুয়ারি, ২০২৫
বৃষ্টি মুখর দিন - সুমন মিশরা

কাল থেকে সন্ধ্যে বৃষ্টি পড়ছে ছন্দে
জল জমেছে পুকুর নদী নালা আর খন্দে।
টিনের চালে অশ্রান্ত সঙ্গীত মুখর বর্ষন ধারা
ঘর থেকে কেহ হয়নি বের মন পাগলপারা।
মাছগুলো সব আনন্দতে করছে ছুটোছুটি
গ্রামের শিশু কাদায় পড়ে খাচ্ছে লুটোপুটি।
কেউবা আবার বৃষ্টিতে ভিজে মজা নিচ্ছে অবিরাম
কারও আবার ভিজতে মানা সর্দি কাশির ব্যারাম।
কদম ফুলের শোভা গন্ধে ও সৌন্দর্য্যে মুখরিত
নীড়ের পাখি বৃষ্টিতে ভিজে ভয়ে জর্জরিত।
জলের চাপে ভাঙতে পারে মাটির বাড়ি কিংবা নদীর কূল
কেউ বা আবার বর্ষাকালে ইলিশের আয়েশে মশগুল।
স্বয়ংবর সভা যেন বর্ষার প্রকৃতি
পল্লিবর্ষা প্রেমময়ী এক নারী মূর্তি।
কচুপাতায় বৃষ্টির জল মণি-মুক্তার সমান
শাপলা পদ্ম ঝিলে ব্যাঙ ডাহুকের কলতান।
অনিন্দ্য সুন্দর অপরূপে ঘেরা এই বর্ষার কারুকার্য
বর্ষার রূপ পৃথিবীর সেরা সৌন্দর্য্য শোভার প্রাচুর্য্য।

সুমন মিশরা। পশ্চিমবঙ্গ