অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কে তুমি শক্তিবান? - দেওয়ান সেলিম চৌধুরী

কোটি প্রাণের নির্যাস লয়ে
যদি হয় মহাপ্রাণ
তুমি হলে সবটুকু তার
বাকীটুকু তব দান।
আকাশ যদি ব্যপ্তি তোমার
বাতাস হলো শ্বাস
আলো যদি বর্ণ তব 
বিশ্ব তব বাস।
নক্ষত্রের যতটুকু আলো
সেতো তোমা হতে পাওয়া
দিতে চাও, দিয়ে যাও
নেই কিন্তু চাওয়া।
সংকীর্নতা, সেতো নয় তব সাজ
বিশালত্ব ছাড়া।
এই ভূবনে, ঝরিছে সমানে
তোমারই করুণা ধারা।
তবুও প্রশ্ন এলো মানুষের মনে
কে তুমি শক্তিবান?
কোন রূপে আছ তুমি
কি বা তব নাম?
পেলোনা উত্তর কোন
উত্তর পাওয়া ভাড়
মানুষও থামিলোনা সেথা
মেনে নিতে হার।
খুঁজিতে হইবে পূর্ণ দমে
স্বরূপ বিধাতার।
অনেক ভেবে ভেবে দিলো রূপ
শক্তির আধার,
সব রূপে মানাবেনা ভালো
হতে হবে রাজা মহারাজার।
তোষামোদে আনন্দ যার
অসীম অপার।
প্রেম দিলো, রাগ দিলো,
দিলো ঈর্ষা যত,
ময়ূর সিংহাসন দিলো,
সাথে সভাসদ কত।
বেছে বেছে নাম দিলো অতি ভালো
অর্থপূর্ণ, কত অগণিত,
নামের অর্থ শুনে মনে হয়
অতি মহৎ, ঠিক বিধাতার মত।
তবুও দুঃখ পেলে ভুলে যান 
নামের মহত্ত্ব।
প্লাবনের জলে ডুবিয়ে দেন
পৃথিবীতে প্রাণ আছে যত
ঠিক যেন মধ্য যুগের রাজাদের মত। 

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা