অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
চোরাবালি - শান্তনু দত্ত

মি তোমাকেই খুঁজে 
চলি।
হারিয়ে যাওয়া স্বপ্নের বিবর্ণতায়।
যখন নির্জন সৈকতে হারিয়ে যাওয়া দুপুরের
নিঃসীম শূন্যতা কথা বলে।
শুধু কয়েকটা গাঙচিল ভাসে সমুদ্র ফেণায়।

আজও আকাশের রঙ বদলায়।
আজও আগের মতোই সন্ধ্যার ধূসর চাঁদ 
উঁকি মারে জানালায়।
দিনান্তে ঘরে ফেরা নিঃসঙ্গ পাখীর
কাকলি
আর কয়েকটা তারা খসা রাত আজও 
রয়ে গেছে স্মৃতির খাতায়।

সাগরের নীল জল আজও পাক খায় 
অব্যক্ত বেদনায়।
বাদুরের বাসা নিয়ে কয়েকটা পোড়ো বাড়ি
আজও আছে খালি।
সেখানে সন্ধ্যা বাতাস শিশির জমে, 
ভাঙ্গা আয়নায়।

আমি জানি আজ তুমি সময়ের 
চোরাবালি।
বসে আছো ‌শান্ত প্রতীক্ষায়, আমার
অপেক্ষায়।

শান্তনু দত্ত। পশ্চিমবঙ্গ