অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বদেশ বিনতি - কাজী মাসুদ

স্বদেশের তরে যার নাহি কাঁদে মন,
যতই সে গুণী হোক হীন সে জন।
যতই বিদ্যা ভারে হোক সে বিদ্বান,
ততই ঘৃণা তারে ধিক তার মান।
হোক সে সমাজপতি রাজাধিরাজ,
হিতার্থে নাহি রয় অনিষ্টে বিরাজ।
হোক সে সুঠাম যত বাহুবলী বীর,
সকাতরে মরে সে দুঃখে গভীর।
শৌর্যে বীর্যে তার গর্জে গগন,
তবুও মরন পরে নরকে গমন।
হোক সে প্রতাপশালী বিত্ত বৈভবে,
হারাবে পাষাণ ভারে রিক্ত গৌরবে।
ফুলেল বিলাসী সাজে প্রিয় সুদর্শনা,
তবুও বিরাগ মাঝে করি ভৎর্সনা।
মাতৃস্নেহ দানে অবারিত সবে,
সেই তো স্বদেশ মোর নিকষিত ভবে।
স্বদেশ প্রেমে যার পূর্ণ জীবন,
সফল জনম তার ধন্য মরন।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর,বাংলাদেশ।