মোহাম্মদ ইলইয়াছ এর কয়েকটি কবিতা
অবিনাশী স্বপ্ন ও এককন্যা
তোমাকে দেখেছিলাম মেঘমালার আড়ালে
পূবালি হাওয়ায় ঝরিয়ে ছিলে শ্রাবণের ধারা
তোমার নাম দিয়েছিলাম প্রীতির বৃষ্টি কন্যা।
তোমাকে দেখেছিলাম বিশাল মাঠের কোণে
শষ্যের ডগায় জড়ানো ছিলো তোমার শাড়ির পার
তোমার নাম দিয়েছিলাম মাঠের ধানকন্যা।
তোমাকে দেখেছিলাম কলার পাতার আড়ে
কাজল-কালো নয়নে ছিলো দিগন্তের ছায়া
তোমার নাম দিয়েছিলাম এক কাজলকন্যা।
তোমাকে দেখেছিলাম পদ্ম পুকুরের অথই জলে
শোল- বোয়ালের সাথে ছিলো তোমার সখ্য
তোমার নাম দিয়েছিলাম জলজ মৎস্যকন্যা।
তোমাকে দেখেছিলাম সদ্য ফোটা জোছনার বাগে
আকাশের অজানা নক্ষত্র নেমেছিলো নিশির শিশিরে
তোমার নাম দিয়েছিলাম রক্ত গোলাট সুন্দরী।
তোমাকে দেখেছিলাম বন্দি পায়রার খাঁচা হাতে
যেমন বন্দি ছিলে নীতির কানুনে আমার মতো
তোমার নাম দিয়েছিলাম নির্যাতিত বন্দিকন্যা।
তোমাকে দেখেছিলাম শাহবাগের গণজাগরণ মঞ্চে
লাকির শ্লোগানে মুখর ছিল দীপ্ত দিবানিশি
তোমার নাম দিয়েছিলাম স্বপ্নগড়া মিছিল কন্যা।
এসো আজ মায়ের চরণ ছুঁয়ে শপথ নিই
ভালোবাসার প্রবল প্রাণে যাত্রা হবে অবিনাশী স্বপ্নের।
দানের প্রতিদান
কথা ছিলো সন্দর্শন হবে
শর্ত আরোপ করোনি কখনো সন্ধিপত্রে
আবেগে পাঠিয়ে ছিলে লেফাফা
লাল-নীল হলুদের অক্ষর গুলো
আগলে রেখেছি জীর্ণ সুটকেসের তলায়।
কথা ছিলো দ্বৈতরথে চড়বো
অজানা অরণ্যে খুঁজবো ক্ষণিক ঠিকানা
শ্যামের বাঁশি বাজাবো যমুনা কূলে
নিপ শাখে ডাকবে হরিয়াল পাখি
দোঁহের গীতবিতানে ফুটবে প্রীতির পদ্ম।
কথা ছিলো তোমার অমৃত পরশে
দীনহীনের সরণি আলোকিত হবে রশ্মি রেখায়
রুক্ষ প্রান্তরে ঝরবে বিশাখার জল ও সুর
বাঁধন টুটে নতুন অভিযাত্রায় হবো দোসর
নিশির আঁধার পালাবে আমার বিজয়মাল্যে।
কথা ছিলো না রিদয় ভাঙার
অথচ চন্দ্র-সূর্য- নক্ষত্রের সাক্ষ্য বিনাশ করে
অগ্নিবানের তুণ মারলে দানের প্রতিদানে
আমার সন্ধিপত্র ভেসে গেলো অথই সাগরে
তাই ' হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে'।
আমি সর্বহারা
পাখির কাছে ক্ষমা চাই করবো নাকো গুলি
রঙের কাছে ক্ষমা চাই ধরবো নাকো তুলি
নদীর কাছে ক্ষমা চাই আটকাবো না গতি
ফুলের কাছে ক্ষমা চাই করবো নাকো ক্ষতি
বায়ূর কাছে ক্ষমা চাই ছাড়বো নাকো গ্যাস
ক্ষমায় যদি ক্ষমা হয় বাঁচবে মায়ের দ্যাশ।
প্রাণের কাছে ক্ষমা চাই রাঙবে নাকো হাত
আমরা সবাই একই মায়ের কিসের আবার জাত
দুখির কাছে ক্ষমা চাই দেইনি তোমায় ধন
শোষণ-লুঠের বিত্তশালী,আমার সুখের ক্ষণ
বিবেক আমার করছে তাড়া,তাইতো ক্ষমা চাই
এই বিপদে শূন্য আমি,কেউতো আমার নাই।
ক্ষমা করো ক্ষমা করো ক্ষমার মালিক যারা
এই করোনায় রিক্ত ভূমি,আমি সর্বহারা-
মাটির কাছে ক্ষমা চাই মাটিই আমার মা
বিপদকালে তার কোলেতে,নেই যে তুলনা
যাদের জন্য এমন সায়ের তাদের কাছে বলি
কৃপা-দানে করবে দোয়া দাপটগুলো দলি।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা,বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
24-07-2021
-
-