অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নীলাকে - পার্থ সারথী চৌধুরী

নীলা, কেমন আছো তুমি?
ত্রিশ বৎসর পর আবার খোঁজছি তোমাকে 
যৌবনের দূর্নিবার আবেগে যা পেয়েছিলাম 
প্রৌঢ়ের দুর্বিনীত ঝড়ে তা হারাতে চাই না।
তুমি তো জানো 
আমি সমুদ্রের ঝড় দেখিনি কখনো, দেখেছি,
ডোবা পুকুর বিল হাওর বৈশাখী ঝড়-হাওয়া 
আমি আঁধারের রূপ দেখিনি কখনো 
দেখেছি অমাবস‍্যার ঘুটঘুটে অন্ধকার 
দুঃস্বপ্নের রূপ কাদম্বিনী তমস বিবক্ষা।
জানো, আমার কবরী গাছে ফুল ফুটেছে 
একেবারে থোকা থোকা ঝোলা ঝুলি, 
সেও আসে রোজ যাকে তুমিই বসিয়েছিলে পাশে। 
স্বপ্নাবিষ্ট আবেশে 
ঝড়হীন বাতাসে ঘুরে বেড়িয়েছি উষর প্রান্তর 
লোভ দ্বেষ হীনমন্যতা অবিচল দুমড়িয়েছি দুই পায়ে।
আমার দিগন্ত এখন অনেক দূর বিস্তৃত 
চোখ মেললেই সবুজ মাঠ ঘাস গুল্ম ঘন বৃক্ষ।

অস্ফুট বেদনা যখন আছড়ে পড়ে বাস্তবের লাল দেয়ালে তখন ঠিকই 
ব‍্যথিত হই 
অশুভ ধূম্রজালে যখন মন এলোমেলো ব‍্যতিব‍্যস্ত 
তখন ঠিকই সান্ত্বনা পাই 
তোমার ভালোবাসায় এক হয়ে তাই খোঁজে ফিরি 
মানুষের প্রেম ভালোবাসা ও বিশ্বাস।

পার্থ সারথী চৌধুরী। বাংলাদেশ