অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রবীর রঞ্জন মণ্ডল এর দু'টি কবিতা

মানবতার গান
নের খাঁজে খাঁজে অলিগলিতে 
জমা হচ্ছে এক একটা পাথর ;
আতর সন্ধিৎসু ঘ্রাণে ভরে উঠছে দুর্গন্ধ।
চারিদিকে অযাচিত শত্রুরা ধেয়ে আসছে
শ্বাপদশঙ্কুল প্রাণীদের মতো হিংস্র হাঁ করে।

নির্বিকারচিত্তে বসে থাকা কী যায়?
তাই ফুলেল হাওয়ায় ছবি আঁকিয়ে
আর গানের ভালোবাসার মানুষকে কাছে ডেকে নিই।
গান আর ছবির রঙ মিশেলে
ভরিয়ে তুলি কুটিল দানব মনের গভীরে 
এক অনন্য অভিঘাত।

তুলির টান আর সুরেলা গানে
ধুয়ে মুছে সাফ করি রক্তচক্ষু আস্ফালন,
বুকের মধ্যে গেঁথে দিই মানবতার জয়গান।
এখন এমন এক যুপকাষ্ঠ রচনা করি
যেখানে হিংস্রতার বলি হবে 
আর হিংস্রদের সাথে নিয়ে দৃঢ়চিত্তে শোনাব
মানবতার জয়গান।

দুটি রেখা
সীমান্তহীন দুটি সরলরেখা
পাশাপাশি, অথচ বিস্ময়কর দূরত্ব 
রাতদিন জীবনভর একসঙ্গে শুয়ে থাকা 
ছোঁয়া নেই কোনও ;
ব‍্যবচ্ছিন্ন নদীর মতো এপার ওপার।

আলো আর মরমী বাতাস 
ছুঁয়ে যায় বুকের উপর,
হুইসিল বাজিয়ে ছুটে যায় ট্রেন
তারপর বিচ্ছিন্ন নীরবতা ----
অনন্তকাল এই সীমাহীন দূরত্ব 
গোপন যন্ত্রণায় পেরিয়ে চলে।

প্রবীর রঞ্জন মণ্ডল 
দঃ২৪পরগনা
পশ্চিমবঙ্গ,ভারত।