অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
দোয়েলের কান্না - এম এ ওয়াজেদ

হে প্রার্থিত নিঃস্ব হৃদয়!
জমাটবদ্ধ অন্ধকারের সীমানাহীন প্রান্তিকতা
বিষাক্ত নিঃশ্বাসের সর্বনাশা ক্ষুধার্ত মানবতা
গুমরে গুমরে আর্তনাদ করে৷

মানচিত্রের স্বপ্ন পুরুষ ঐ দ্যাখ 
তালি দেওয়া মলিন লুঙ্গী 
বেয়াড়া বে-দ্বীন কুলাঙ্গার 
তা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে 
জন্ম দোষের পরগাছার মতো৷

সূর্যের আলোক রশ্মির আকস্মিক মৃত্যুতে 
কোলাহলের প্রতারক দল 
আত্ন সমর্পন করে ঘুমের জগতে৷

হঠাৎ দেখি আমার উঠানের আমগাছে 
এক আহত দোয়েলকে 
সে পুরুষ না মহিলা জানিনা৷ 

পুরু লেন্সের চশমাটা লাগিয়ে 
তাকিয়ে দেখি 
ডানের পাখাটা কিছুটা ভাঙ্গা 
মনে হয় রক্ত ঝরছে তবে 
রক্ত ঝরা দেখতে পাইনি৷

দোয়েলের মুখোমুখি হতেই 
কান্নাজড়িত কণ্ঠে দোয়েল বলে -
" মানুষের স্বভাবে বন্যতার রক্তপ্রলয় 
হিংস্রতার দহন জ্বালার আদিম উল্লাস 
জ্ঞানবঞ্চিত মননে ছদ্মবেশী ধ্বংস-প্রণয় 
পুষ্পের পরাগে কৃতঘ্ন জখমের চিহ্ন " ৷

আহত দোয়েলটি একসময় মাটিতে লুটিয়ে পড়ে 
কাছে গিয়ে দেখি
তার শরীরে মনুষ্য সৃষ্ঠ দগদগে ক্ষত 
দোয়েলটির উত্তরাধিকারী আজো অজানা৷

এম এ ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি, নওগাঁ সদর, নওগাঁ