কূল ভাঙা নদীর গল্প - কার্ত্তিক মণ্ডল
তারা খসা আকাশে চাঁদ কে হাসতে দেখলাম না,
দু'চোখে বিষন্নতা ভরা
নিপার মা, নিপাকে ইস্কুলে পাঠিয়ে দে
জীবনতো আর থেমে থাকে না ভাই
নদীর মতো।
নিপার বাপটা যে কোথায় উবে গেল
বুদবুদ বাতাসের মতো
ভাবলে দু'চোখে স্বপ্ন
কি অমায়িক মৃদুভাষী উদার বিবেকবাণ পুরুষ সে
সবার বিপদে দেয়াল হয়ে দাঁড়াত
অভাব অভিযোগ ওজোর আপত্তি সব হাসি মুখে সমাধান করে দিত নিমেষে,
আজ তার পরিবারের উপর পাহাড় ভেঙে
পড়েছে,
তবু কেউ নেই,
কি নিষ্ঠুর আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ ভাবলে সারা শরীর শিউরে ওঠে!
হা ঈশ্বর! এই অবক্ষয় অবিবেক সমাজের চোখে আলো দাও,
এই অজ্ঞানতা খুলে জ্ঞানের দোয়ার উন্মোচিত হোক
পরাভুতো হোক অপবিত্র চিন্তা গুলো, আসার ভাবনা গুলো।
মানুষকে সত্যি মানুষ করে তুলো,
মানুষের মতো।
কার্ত্তিক মণ্ডল। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-07-2021
-
-