অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কৃষ্ণ কোকিল - মুতাকাব্বির মাসুদ

বুকের ভেতর সুখের নহর 
রাইতে দিনে পাষাণ চাপিয়া থাকি
তোমার প্রেমে মনবন্দি সখা  
একলা বসেই ভাবি
এ মনপোড়া চোখে
জলছলছল কাজল জলে 
তোমারে বান্ধিয়া রাখি!

ময়ূর নিশিতে বিপুল আবেগে
আমার কপোলে তোমার আদর ঝরে ! 
মধ্য রাতে কৃষ্ণ কোকিল 
তোমারি লাগিয়া 
কান্দিয়া কান্দিয়া মরে!

বুকের ভেতর গহীন পাথার
পাঁজর ভাঙ্গা তুফান
তোমারেনি পাইবো বন্ধু
কান্দিয়া যায় প্রাণ

পাতাল থেকে সুরমা এনেছি
চোখ ভরেছে জলে
তারার নূপুর পরেছি পায়
তুমি আসবে বলে

বেচঈন হিয়ায় তুমি যে আমার 
মন যমুনার ঢেউ 
এই কথাটা তুমি জানো আর আমি জানি
আর জানে না কেউ! 

মুতাকাব্বির মাসুদ। বাংলাদেশ