বুকের ভেতর সুখের নহর রাইতে দিনে পাষাণ চাপিয়া থাকিতোমার প্রেমে মনবন্দি সখা একলা বসেই ভাবিএ মনপোড়া চোখেজলছলছল কাজল জলে তোমারে বান্ধিয়া রাখি!ময়ূর নিশিতে বিপুল আবেগেআমার কপোলে তোমার আদর ঝরে ! মধ্য রাতে কৃষ্ণ কোকিল তোমারি লাগিয়া কান্দিয়া কান্দিয়া মরে!বুকের ভেতর গহীন পাথারপাঁজর ভাঙ্গা তুফানতোমারেনি পাইবো বন্ধুকান্দিয়া যায় প্রাণপাতাল থেকে সুরমা এনেছিচোখ ভরেছে জলেতারার নূপুর পরেছি পায়তুমি আসবে বলেবেচঈন হিয়ায় তুমি যে আমার মন যমুনার ঢেউ এই কথাটা তুমি জানো আর আমি জানিআর জানে না কেউ! মুতাকাব্বির মাসুদ। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa