বাইশে শ্রাবণ - শীতল চট্টোপাধ্যায়
অন্তিম স্পর্শিত গুরুদেবের
দীক্ষা মন্র কবিতা পাতায়৷
শ্রাবণ শয়নে এক মহাকবির মহাপ্রয়াণ৷
তিনিও তো একই মানব শরীরেরই শরীর এক৷
তাই ,শুরু এবং শেষের অনিবার্যতা কবি দেহেও৷
জোড়া সাঁকো থেকে বিশ্বভুবনের
পথের হিসেব না জানলেও,
রবি কবিতার পথ পৌঁছে গেছে
বিশ্বদ্বারের প্রতিটি চৌকাঠে৷
সেই রবি দর্শণ মিলিয়ে যায়
বাইশে শ্রাবণের অনন্তলোকের অদর্শণে৷
সৃষ্টির আখরলোকে থাকে যাঁর
অশেষের প্রতিশ্রুতি৷
কবিত্বের এক বিশ্বকবিতেও
দেহ, পরিবার, সুখ- দুঃখের
একই মানব জীবনের মিল,
একই মিল এক রবি জীবনেরও
শেষ দিন হওয়ার -বাইশে শ্রাবণ৷
শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪ পরগণা
ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
08-08-2021
-
-