অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রতিবিম্ব - রাজরূপা

লে প্রতিবিম্ব উল্টো দেখা যায়, তাতে জলের  কোনো দোষ নেই।
পথ চলতে গিয়ে হোঁচট খায়, না দেখে চলার জন্য -তাতে রাস্তার দোষ হয় না।

স্বচ্ছ মনের সামনে দাঁড়ালে অনেকে নিজেকে উল্টো দেখে, তাতে মানুষটির কোনো দোষ থাকে না।

আমার চোখের স্বচ্ছতায় তুমি যদি নিজেকে উল্টো দেখো সেটা তোমার দুর্বলতা।

পিছনে রইলো যত পিছুটান।
এগিয়ে চলার নাম ই জীবন।
পৃথিবী তার নিজের গতিতেই চলবে।
তোমার জন্য থমকে থাকবে না আমার আকাশ।

রাজরূপা। কলকাতা