পরিভ্রমণ - ফরিদ তালুকদার
একশো একটা নৈমিত্তিক বুলেটিন
খুন, ধর্ষণ, মহাশূণ্য ভ্রমণে রমরমা মিডিয়া বার্তা
বৃষ্টির অঝোর ধারায় খবরহীন ভেসে যায় শিশুর উদোম নিতম্ব
সহস্র রজনীর ঘুম ভেঙে হঠাৎ জেগে উঠি আমি—
কোন এক মর্ত্য-পাতালের নামহীন সীমানায়
আমাকে ঘিরে থাকে একপাল মেষ
একটি নক্ষত্র আমাকে ক্রুশের গল্প শোনায়!
ফ্যান্টাসীর উত্তরণে উর্বর সভ্যতার অবয়ব!
সত্যকে মুড়ে দিয়ে, মুদ্রণে মুদ্রণে—
প্যাপিরাসের পাতায় পাতায়, তোতাপাখির জিকিরে জিকিরে
আমাদের ইতিহাস গুলো সব এখন রঙের পলেস্তারায় ঢাকা!
নিম ফুলের গন্ধে আজ আর কোন শুদ্ধতার বার্তা নেই
সেখানে এখন ‘বউ কথা কও’ বলে গেয়ে ওঠে না কোন হলুদ পাখি!
বিধ্বংসী বোমার আওয়াজ ছাপিয়ে, মহানুভবতার বুলিগুলো—
তবুও ডানা মেলে আকাশে
ফুটপাতের কিনারে অতীতের জাবর কাটে বৃদ্ধ ফজর আলীর দীর্ঘশ্বাস!
হাজার বছরের চর্চা ভুলে কিছু সত্যের সন্ধানে—
আমি সবগুলো মেষের মুখের দিকে তাকাই!
হারিয়ে যাওয়া গানের একটি অন্তরা খুঁজতে—
আমি পাড়ি দেই পৃথিবীর দ্রাঘিমা!!
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
আগস্ট ৪, ২০২১
-
ছড়া ও কবিতা
-
10-08-2021
-
-