"" শোকাবহ এই আগষ্টে "" -এম এ ওয়াজেদ
সুভাষিতা!
এসো আজ বেদনার জলে অবগাহন করি ৷
তাকিয়ে দেখ
আকাশের নীলিমায় থোকা থোকা রক্তের দাগ
এই ভূখণ্ডের মাটিতে বেড়ে উঠা
প্রতারকের কালো চশমা
প্রতিঘাতী বুনো জানোয়ারের অসভ্য আস্ফালন
বন্ধুহীন সমাধিতলে ধ্বংসের বিউগল বাজায় ৷
সুভাষিতা!
সেদিন তাজাখুনের নিষ্পাপ গড়িয়ে পড়া
মাটির সাথে আকাশও কেঁদেছিল
অঝোর ধারায়
এই বাংলার হাজারো বৃক্ষ ও পুষ্পরাজি
ফলবান বৃক্ষের কাণ্ড ও পল্লবেরা
শিল্পিত ক্রন্দনের সুপারসনিক শোকবহি ৷
সুভাষিতা!
অবৈধ হত্যার উন্মাদনায় মেতেছিল যারা
থেমে গেছে গর্জনশীল গর্দভের পরাজিত ডাক
এই শোকাবহ আগষ্টে প্রার্থনা -
মুছে যাক আর্তনাদের খেলাপি ঋণ
চিরতরে ছিঁড়ে ফেলি ইনডেমনিটির ইনভয়েস
শোকের বহ্নিশিখায় দগ্ধ হোক মানুষের নীচুতা ৷৷
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর , নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
10-08-2021
-
-