অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অনন্ত বিকাশ ও প্রকাশে - মোহাম্মদ ইলইয়াছ

ন্তত বিকাশ দেখি প্রকৃতি ও সমুদ্র
পাহাড়ের পাদদেশে তোমার পদচারণ
শক্ত শিলালিপির গায়ে শৈল্পিক রেখা
উত্তরণের সরণিতে নিয়ত দৃশ্যমান হয়।

অনন্ত প্রকাশ কাহ্নপদের অমর চর্যায়
একজন ডোম্বি কুড়িয়া মাঝে পাশা খেলে
তার সুজন পদাবলি গায় নগরের বাইরে
তবুও তার আর্তি পৌঁছায় না হরিণীর দ্বারে।

অনন্ত মননে চৈতন্যের গভীরে বোধের
বিভক্তি ঘটায় দ্বিধা ও দ্বন্দ্বের ফাটলে
দিব্যজ্যোতি কখনো কখনো আঁধারে লুকোয়
একজন লালন তাই মনের মানুষ খোঁজে।

অনন্ত প্রাপ্তির এই লীলাখেলায় পরাজিত
মনুষ্য সকল। তবুও স্বপ্ন ও আকাঙ্খার
রজ্জু  জলে ডোবায় না, আশা ভারসায়
মুখর প্রজ্জলনে চতুর্দিকে কালিমা নাশে।

মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ।