অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আগষ্ট মাস - নির্মল ভৌমিক

গষ্ট মাস শোকের মাস
বুকে দীর্ঘশ্বাস, 
বাঙালি জাতির পিতা খুন হল 
করুণ ইতিহাস! 

আলোর ঘরে আঁধার এলো
মানচিত্রে পড়লো দাগ,
সোনার ভূমি শ্মশান হল 
শূন্য হল বাগ!

আগষ্ট মাস শোকের মাস 
দুঃখ লাগে বেবাক, 
যে শিখলো বাঁচতে মোদের 
ঘাতক নিলো তাঁর প্রাণ !

আগষ্ট মাস শোকের মাস 
বাঙালির আর্তনাদ, 
চলার গতি স্তব্ধ হল,উন্নয়নে বাঁধ 

হৃদয় মরমে কষলে হিসাব
প্রমাণ পাবে তার,
এ যে মোদের অপূরণীয় সর্বনাশ
নয়তো ভুলিবার!!  

নির্মল ভৌমিক 
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।।