স্বাধীনতা উন্মাদনা যখন - দিব্যেন্দু সরকার
স্বাধীনতা উন্মাদনা যখন।
একটি দিনের আনন্দ।
বেঁচে থাকার লড়াই-অনেকের কাছে-
অনেক রকমের হয়;
কারও কাছে ভাতের জোগাড় বেঁচে থাকা-
কারও কাছে বিলাসিতা- ক্রয়।
একটি দিন সব কিছু থেকেই মুক্তি
সব কিছুর বিসর্জন-
ক্ষিধে হীন-স্বাধীনতার দিন- নাই বা হলো খাওয়া
বিলাসিতার বস্তুটি-ই বা নাই হোক পাওয়া
স্বাধীনতার হাওয়ায় ঔদ্ধত্য প্রাণ তখন।
কেউ বা উদাসীন-কত রক্তের খোঁজে-
কেউ আনন্দ সূরা-তে- মত্ত মাংস ভোজে
এক দিনের জন্য ভয়'কে রাখা বন্দিতে-
যা-কিছু হয়ে যাক-আজ স্বাধীনতা-
মৃত্যুর সঙ্গেও নেই সন্ধিতে।
স্বাধীনতা রহস্যের যখন-
বাচ্চা-টা পতাকার পায় আন্দোলন
"কি এই স্বাধীনতা"- খোঁজে বাচ্চার মন-
অধীর চোখে-পতাকার দেখে-বাতাসে দোলা-
স্বাধীনতা-নিশ্চই-দারুন কিছু এক-
থাকে বাচ্চা-র রাতের স্বপ্নে তোলা।।
কবি পরিচিতি: শিলিগুড়ি শহরের নিকট শিবমন্দিরে বসবাস। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে স্থিত।কবিতা, গল্প,উপন্যাস লেখার মধ্যে দিয়ে নিজেকে পাওয়া এবং নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরার ইচ্ছে নিয়েই লেখা-লেখির সঙ্গে যুক্ত।
-
ছড়া ও কবিতা
-
15-08-2021
-
-