মুগ্ধ চিত্রকল্প - মেহেনাজ পারভীন
যদি আমি আকাশ হতাম!
ওই জ্যোৎস্নাবতী উর্বশী চাঁদ আমার হত,
চাঁদের স্নিগ্ধ উলঙ্গ আলোয় হাবুডুবু খেতাম।
পেঁজা তুলোর মতো মেঘগুলো আমার বুকে লুকোচুরি খেলত,
নদীর জলে ভেসে থাকা সূর্যাস্তটা আমার হত,
প্রকৃতির সব প্রেম আর
অফুরন্ত অবসরগুলো আমার হত,
তুমি চিঠি পাঠাতে আকাশের ঠিকানায়!
দাড়ি-কমাসহ সব বিরামচিহ্ন মেনে প্রমিত উচ্চারণে তোমায় পড়ে ফেলতাম।
অভিসারে তোমায় নিয়ে অসীমে হারিয়ে যেতাম।
এক হাজারটা কল্পনাবিলাসী মহাকাব্য রচিত হত।
অদেখা চন্দ্রালোক,বিধূর বিকেলে হারিয়ে যেতাম।
অগণিত গল্পের শেষ অধ্যায়ে পৌঁছে যেতাম।
মেহেনাজ পারভীন
দিনাজপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
17-08-2021
-
-