একাকীত্ব - সুমন কুমার মিশ্র
বিষন্ন নিশির সুকঠিন তমশায় একাকী দন্ডায়মান
দগ্ধ হৃদয়ের মাঝে লাভার অসহ্য উত্তাপ।
ঘৃণার অনলে দুর্বিষহ জীবনের সমস্ত আস্বাদ,
প্রতিক্ষনে চেতনায় জাগ্রত আসন্ন ঝড়ের বার্তা
নীরবতায় শূণ্যতায় ভরা মিথ্যে ভালোবাসার ঘর
বিবর্ণ সন্ধ্যেগুলোতে সহস্র প্রশ্ন ভিড় করে আসে,
দেওয়ালে চাপা দীর্ঘশ্বাস নীরবতায় প্রস্ফূটিত
যেন ধূসর মরুতে এক অবহেলিত সুর।
উঠোনের প্রাণপ্রিয় গোলাপ গাছটাও মাথা নুইয়ে রেখেছে যেন কোন অজানা ঝড়ের অপেক্ষায়।
হুতাশনে অর্পিত ঘৃতের মতো নীরবে পুড়ে যেতে হয়
অগ্নিস্ফুলিঙ্গের তেজে।
একাকীত্বের গ্রাস থেকে আপ্রান চেষ্টা
মুক্তির আলোর সন্ধানে কিন্তু ----
বৃথা আস্ফালনে মুক্তি নেই ফলে যন্ত্রনাময় জীবনে,
কল্পনায় অবগত ভবিষ্যৎ স্বপ্নের বুনন।
সুমন কুমার মিশ্র
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।
-
ছড়া ও কবিতা
-
22-08-2021
-
-