অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
থাকতে চাই - সিদ্দিকা ফেরদৌস তরু

মি সবুজ রঙের কাপড়ে চোখ বেঁধে স্বপ্ন গুলো দেখতে চাই, 
কারণ আমার স্বপ্নগুলো তরতাজা সবুজ। 
আমি তোমার চোখের অশ্রু হয়ে ঝরতে চাই,
কারণ আমার চাওয়া পাওয়া গুলো তোমার কষ্টের মধ্যে বেঁধে রয়েছে। 
আমি তোমার কষ্টের কারণ হতে চাই,
যাতে কোনদিন তুমি আমায় ভুলে না যাও।
আমি তোমার মনের আকাশে 
ছোট্ট তারা হয়ে বেঁচে থাকতে চাই,
কখনো কখনো হয়তো আকাশের পানে চেয়ে আমার কথা মনে করবে। 
আমার ভাবনায় তুমি সদা বিরাজমান। 
তুমি হয়তো এমন করে কখনোই ভাবোনি। 
তাই তোমার আমার মাঝে হিমালয়ের দেয়াল,
তোমার আমার সাধ্যি নেই টপকানো।
তাই তুমি আমি বহুদূরে, 
তবুও আমি থাকতে চাই, শুধু থাকতে চাই, তোমার হ্নদয় জুড়ে।। 

সিদ্দিকা ফেরদৌস তরু
সহকারী অধ্যাপক 
গাইবান্ধা, বাংলাদেশ।