দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ এর কবিতা
স্বপ্ন
ঘুমের ঘোরে থেকে যাওয়া ভালোবাসা বেশ ভালো ৷
অনুভুতি আগুন বিল্পব ইচ্ছেমতন ৷
সব প্রতিবাদ সত্য হয়ে উঠে প্রবল বিক্রমে,
সিংহ শিবাজী লক্ষীবাঈ কখনও ক্ষুদিরাম ৷
সারিসারি অন্যায় প্রতিবাদ অবচেতন মনে।
দিশাহারা মন খুঁজে বেড়াই কুয়াশা সত্যর ,
রক্তরং উজ্বল হয় স্বপ্নেরনীল রং এ ৷
জেগে ওঠা জল খাওয়া গরমের স্বজন শাসন,
প্রতিবাদি মন ভিজে সপসপ নির্জনে।
ক্রমশ আলগা ঘুম ঘোর পা মাথা,
বুঝে নিতে হয় সময়ের অপেক্ষায় ৷
গেরুয়াধারী সন্ন্যাসী আবার ধ্যানমগ,
গিরিকন্দরে উদাস অন্ধকারে প্রত্যাবর্তন ৷
কুয়াশা ভোর ক্রমশ আলগা হয় একটি স্বপ্ন ঘোরে ৷
সারাদিন চলেস্বপ্নের সেই প্রতিবাদী ভালোবাসা,
ক্রমশ আবছা হয় স্বপ্নের নীল রং বাস্তবতার নাগর দোলায় ৷
ভালবাসা
জন্ম হলেই মৃত্যু নিশ্চিত জেনেও'
হৃদয়ের মানচিত্রে জুড়ে থাকে ভালোবাসা ৷
গভীর গোপন না বলা কথা'
মনের যত বাস্প কথা যেগুলো শুধু তোমারই ৷
তুমি আছো তুমি চিরকালিন তুমি অবারিত ,
হৃদয়ের বাহিরে হৃদয়ের অন্দরে ৷
তুমি ছাড়া সব কিছু অর্ধসমাপ্ত।
দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
আসানসোল, পশ্চিম বঙ্গ
-
ছড়া ও কবিতা
-
22-08-2021
-
-