অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অনভিলাষ - সনৎ প্রামাণিক

দীর ঘাটে নৌকা বাঁধা হাফিয়ে ওঠা জীবন, 
ছলাৎ ছলাৎ ঢেউয়ে ভিজিয়ে তোলে মন।
সুখের মুখে সংঙের কালি পারা বিহীন আয়না,
নিশ্বাস নিয়ে বেঁচে থাকা দীর্ঘশ্বাসের বায়না।

শিশির কোনা পিছল করে দেহ মনের মাটি
তমসা ঘন সবুজ নিশি জোনাকি দেয় বাতি।
খামোশ মাটি তোলে হাই ছিন্ন করে পাল,  
ভো কাট্টায় ঘুড়ির সূত কাটবে এবার তাল।

সাঁঝের আলো ছড়িয়ে পড়ে বিশ্ব চরাচর
ঢেউএর তালে নদী ডাকে যাবে কি ওপার?
এজীবনের লেনা দেনা সুদতে হবে এইখানে
চারদফাতে কেল্লাফতে রবেনা আর সেইখানে!

জীবন নদীর নৌকা ঘাটে কমা-কোলন দিও,
নীতিজ্ঞান ভুলোনা অতীত খানিক নিও।
আমার আমার করো,আসল তোমার কোনটা?
বেলাশেষে বিরাগী হাওয়া কাড়বে এবার মনটা। 

সনৎ প্রামাণিক। পশ্চিমবঙ্গ