হয়তো নিজেকে ভাবি নাতোমার সমকক্ষএকটু আড়াল থেকে হলেওপ্রিয় মানুষটি হয়ে থেকোকখনো মনের ভুলেও কাছেইগিয়ে আমি দাঁড়াবো নাশুধু দূর থেকে দেখবো তোমায়যদি কখনো সুযোগ হয়প্রকাশ করতে যত বাধা বিপত্তিতাই অপ্রকাশিত হয়ে থাক নাশুনেছি কাছাকাছি হলেই নাকিকত মধুর সম্পর্ক ভেঙে যেতেতবে এই ভালো আমার মাঝেতোমার অস্তিত্ব থাকুক চিরকালশুধু কল্পনাকে বেছে নেব দুজনের সঙ্গী করে।।শুভ জিত দত্ত। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa