আয়না - আশীষ গুহ
রাতপোশাকে প্রতিদিন তুমি আয়নার সামনে বলো,
"বলতো দেখি এখন আমার বয়স কত হলো"?
যেদিন ওর মন ভালো থাকে, বলে, " উনিশ বা কুড়ি",
যেদিন খুব রেগে থাকে, বলে, " ষাট বছরের বুড়ি"।
ওর জবাব শুনে বোঝা যায় দিনটা গেল কেমন?
উনিশ কুড়ির ঝোড়ো হাওয়া না ষাটের শীতের মতন।
সকালবেলায় শিউলি হয়ে ঝরলে তুমি ভূমে,
কে কুড়াবে শিউলি ফুল তোমার অথৈ প্রেমে?
মনখারাপি বনমালি, মোর মনের ভিতর বাস,
ফুল চয়নে চিত্ত দোলে, মন করে হাঁসফাঁস।
একটু আশা ভালোবাসায় হৃদয় টলমল,
তারি মাঝে কাঁপন ধরে, আনন্দে হিল্লোল।
ঠিক দুপুরে একলা ঘরে তোমার মন হয় চঞ্চল,
রূপের দেবী তোমায় হিংসে করে, বয়স করে ছল।
তাইতো বলি আয়না ছেড়ে আমার চোখে দেখ,
ভালোবাসা দিয়ে দুঃখের কালি এবার মুছতে শেখো!
আশীষ গুহ। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
29-08-2021
-
-