রাধে শ্যামের পদাবলি - মোহাম্মদ ইলইয়াছ
বংশী বাজে নিপবনে
কোথায় রাধের চরণ?
দহন-দাহন বাঁশির সুরে
হচ্ছে শ্যামের ক্ষরণ।
রাধা নাচে কৃঞ্চ নাচে
নাচে গোপীর দল
ঢেউয়ের ফনায় ছলাত-ছলাত
নীল যমুনার জল।
শ্যামের নায়ে উড়ছে পাল
নায়ের মাঝে রাধা
দুগ্ধ-দধি যাচ্ছে ভেসে
জলের সোতে আধা।
নাও ডুবিলো নদীর মাঝে
শ্যামকে ধরে রাই-
প্রাণ বাঁচাতে অঙ্গ দিলো
বাঁচার উপায় নাই।
রাধা-শ্যামের জলকেলিতে
রাঘব বোয়াল হাসে
শ্যাম পিরিতে এমন জ্বালা
সব কিছুই নাশে।
রাধা-শ্যামের পদাবলি
আমরা যখন গাই-
কৃঞ্চ গেলো মাথুরাতে
কান্দে রাধা তাই।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-08-2021
-
-