অটোয়া, সোমবার ৭ জুলাই, ২০২৫
শব্দসুর - মেহেনাজ পারভীন

কোন এক সবুজ সকালে,
বৃষ্টির রিমঝিম শব্দ আমার শৈশব ফিরিয়ে দেয়!

কোন এক দামাল দুপুরে,
বৃষ্টির নরম পায়ের নূপুরের শব্দ আমার আবেগ ফিরিয়ে দেয়!

কোন এক রেশমি বিকেলে,
বৃষ্টির আষাঢ়ী শব্দ কদমের গায়ে আমার নাম লিখে দেয়!

কোন এক মাতাল সন্ধ্যায়,
বৃষ্টি গেরামের আলপথ ধরে হেঁটে যায়! 

কোন এক ঝুলে থাকা রাতে,
বৃষ্টির নিখুঁত ছন্দ আমার বিরহ বাড়িয়ে দেয়!

কোন এক ঝড়ো হাওয়ার রাতে, ফিসফিসিয়ে নালিশ করে, ওকে অন্তত এক মুহূর্ত ভুলিয়ে দেয়!

বিমর্ষ জানালায় উঁকি দিয়ে বলে
সব প্রেম, প্রেম নাকি? যে যাবার চলে যায়!

মেহেনাজ পারভীন
দিনাজপুর, বাংলাদেশ।