অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অভিলাষিণী, এ গোলাপ তোমার জন্য - এম এ ওয়াজেদ

হে অভিলাষিণী!
হৃদয়ের চৌহদ্দী সেই কবে অভিশংসিত 
ভুলে গেছি অভিসার অথবা অভিসরণ 
অস্থাবর মননে উপবৃক্ষের হাজারো তাণ্ডব 
কাতরোক্তির বিদ্বেষহীন আকুলতায় 
ব্যথিত কুসুমের পরাগধানী গ্রীষ্মের তাপদাহে 
প্রজ্জ্বলিত অগ্নিশিখার ন্যায় দানবিক জাদুঘর৷

দায়মোচনের দাবিনামা ঐ দেখ দায়গ্রস্ত 
ধৈবত শৃঙ্গারে শঙ্কাহীন শোকানল 
অভিষিক্ত নন্দনতত্ত্বের জটিল প্রেমোপাখ্যান 
প্রতিকারহীন প্রতারণার অলজ্জিত ছন্দস্রোতে 
হে অভিলাষিণী! 
প্রেমিকের কাব্যমানস আজ অভিশপ্ত সম্পাদ্য 
শোভমান শ্রেয়োলাভের সাক্ষাৎ কুণ্ডলী৷

চূর্ণিত আবদারে ভেঙে গেছে চঞ্চলা নদীতীর
টর্নেডোর আঘাতে ছিন্নভিন্ন পূজারির ধর্মভয়
হে অভিলাষিণী!
প্রেমের ফুলদানিতে সদ্য প্রষ্ফুটিত একটি গোলাপ 
গোলাপটি প্রশ্নাতীতভাবে প্রসবিতা 
এই প্রলোভিত গোলাপ তোমার জন্য৷

এম এ ওয়াজেদ 
নওগাঁ সদর , নওগাঁ