অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অর্পিতা ঘোষ পালিত এর দু'টি কবিতা

কোলাজে
কাকিত্বের উপত্যকায় রাত জড়িয়ে ধরে –
সময় থমকে দাঁড়ায়, বিতৃষ্ণা আসে মনে,
আত্মবিশ্বাসের মনের অসুখে দিশাহারা –
দুমড়ে মুচড়ে কোণঠাসা।
কষ্ট পরিপূর্ণ, বিকট মৃত্যুর হাঁড়িকাঠে আত্মা…

খোলা ছাদে দাঁড়ায়,
আকাশ থেকে দিব্যজ্যোতি চুঁইয়ে পড়ে শরীরে,
কালো ছায়া ধুয়ে দেয়।
শীতল বাতাস অপূর্ণতার শূন্যস্থানে প্রলেপ লাগায়,
পাখির শিস শুনে মুখ তুলি –
ভুলি  বিষময় যাপন।
আঁচলে সুখ টুকু কুড়িয়ে বসিয়ে রাখি চৌকাঠে –
ভবিষ্যৎ রাঙাবো বলে।

পরাধীন
মৌমাছির মতো যত্রতত্র উড়তে পারিনা
স্বাধীনতার অধিকার অ্যাকুরিয়ামের মাছের সীমাবদ্ধতায়,
দুঃসাহসিক অভিযান পকেটে ভরে রাখি।
মাঝে মাঝে ধুলোর গন্ধে উত্তেজিত হয়ে উঠি…

দুর্ভিক্ষ এতটাই প্রকট যে –
হয়তো ফল্গুর মতো চাপা পড়ে যাবো।

অর্পিতা ঘোষ পালিত
নদীয়া, ভারত